banner

শেষ আপডেট ২২ মে ২০১৯,  ১০:৩০  ||   বুধবার, ২২ই মে ২০১৯ ইং, ৮ জ্যৈষ্ঠ ১৪২৬

লেহেঙ্গার সঙ্গে স্পোর্টস ব্রা! এ কী পরলেন দিশা?

লেহেঙ্গার সঙ্গে স্পোর্টস ব্রা! এ কী পরলেন দিশা?

৬ নভেম্বর ২০১৮ | ২২:৫১ |    নিজস্ব প্রতিবেদক
  • লেহেঙ্গার সঙ্গে স্পোর্টস ব্রা! এ কী পরলেন দিশা?

টিনসেলের অন্যতম সেক্সিয়েস্ট অভিনেত্রীদের মধ্যে দিশা পাটানি একজন! সিনেমা জগতে তো বটেই! ফ্যাশন জগতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি৷ বিভিন্ন সাহসি পোশাক এবং তাঁর বোল্ড লুক প্রায়ই ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়৷ চোখ ধাঁধানো তাঁর একের পর এক ছবি রীতিমত উষ্ণতার পারদ ছড়ায় নেটদুনিয়ায়। কখনও শাড়িতে তো কখনও সালওয়ারে৷ আবার ওয়েস্টার্নে সমানভাবে সুন্দরী অভিনেত্রী৷ দিশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্পেশালিটি হল দিশার বিকিনি ছবি গুলো৷

সম্প্রতি দীপাবলীতে একটি ছবি আপলোড করে ‘বম্বশেল’র খেতাব জিতে নিয়েছেন তিনি৷ নেটিজেনরা এই নামেই নতুন করে চিনতে শুরু করেছে দিশাকে৷ অন্তর্বাসের সঙ্গে লেহেঙ্গা টিউন ইন করেছেন নায়িকা৷ হাতে প্রদীপ নিয়ে বসে তিনি৷ সেই ছবি ঘুরে ফিরছে সোশ্যাল মিডিয়ায়৷ বেইজ রঙের একটি লেহেঙ্গা এবং অন্তর্বাসটির সঙ্গে হালকা গয়নাও পরেছেন৷

প্রসঙ্গত, সলমন খানের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে দেখা যাবে দিশাকে৷ ‘ভারত’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি৷ যদিও সলমনের বিপরীতে থাকছেন ক্যাটরিনা কাইফ৷ স্টান্ট ও ট্রাপিজের খেলা নিয়ে তৈরি ‘ভরত’। ২০১৪ সালে কোরিয়ার ব্লকবাস্টার মুভি ‘ওদে টু মাই ফাদার’ ছবির রিমেক। তবে ছবির পরিচালক আলি আব্বাস জাফর জানিয়েছেন, রাজ কাপুরের ছবি ‘মেরা নাম জোকার’ থেকে অনুপ্রাণিত ‘ভারত’। ভারতীয়-রাশিয়ান সার্কাসের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ছবিটি।

ছবির পরিচালক আলি আব্বাস জাফার৷ ট্রাপিজ ও রোপ স্টান্টের মিক্স স্টান্ট দেখা যাবে ছবিতে। তাইতো ছবির প্রথম লুকে সলমনকে স্টান্টম্যান হিসেবে দেখানো হয়েছে। এ ছবিতে প্রায় ৬০ বছর সময়কালকে তুলে ধরা হয়েছে। সলমনের মোট পাঁচটি লুক এই ছবিতে দেখা যাবে। এছাড়াও ছবিতে থাকছেন সুনীল গ্রোভারকেও৷