banner

শেষ আপডেট ১৭ জুলাই ২০১৯,  ২১:১৯  ||   বৃহষ্পতিবার, ১৮ই জুলাই ২০১৯ ইং, ৩ শ্রাবণ ১৪২৬

বিশ্বব্যাংকের ‘সহজে ব্যবসা’ সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

বিশ্বব্যাংকের ‘সহজে ব্যবসা’ সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

৩১ অক্টোবর ২০১৮ | ২১:৫৭ |    নিজস্ব প্রতিবেদক
  • বিশ্বব্যাংকের ‘সহজে ব্যবসা’ সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

বিশ্বব্যাংকের ‘সহজে ব্যবসা’ সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। এ বছর বাংলাদেশের অবস্থান ১৭৬তম। গত বছর ছিলো ১৭৭তম অবস্থান।আজ বুধবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় বিশ্বব্যাংক থেকে এমন প্রতিবেদন প্রকাশ করা হয়।

এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বাংলাদেশের সব মানুষের জন্য এই অর্জন সম্ভব হয়েছে। দেশের তরুণ সমাজ বিভিন্ন দিক থেকে দক্ষতা অর্জন করছে। ফলে ব্যবসায় অনেক কিছু সহজ হচ্ছে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের ব্যবসার পরিবেশ সহজ করতে নানা অবকাঠামো সুবিধা বাড়িয়েছে। বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, এলএনজি গ্যাস আসছে। এগুলো সবই ব্যবসার পরিবেশ উন্নয়নে হচ্ছে।

এবারের তালিকায় ২৩ ধাপ উন্নতি হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতের। ১৯০ দেশের উপর করা তালিকায় এখন দেশটির অবস্থান ৭৭।

এবারও তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড, দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুর, তৃতীয় ডেনমার্ক। এছাড়া যুক্তরাষ্ট্র ও ‍যুক্তরাজ্যের অবস্থান যথাক্রমে অষ্টম ও নবম।