banner

শেষ আপডেট ২০ অগাস্ট ২০১৯,  ২১:৩৬  ||   বুধবার, ২১ই আগষ্ট ২০১৯ ইং, ৬ ভাদ্র ১৪২৬

উপসচিব হিসেবে ২৫৬ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব হিসেবে ২৫৬ কর্মকর্তার পদোন্নতি

২৫ অক্টোবর ২০১৮ | ১০:৩০ |    নিজস্ব প্রতিবেদক
  • উপসচিব হিসেবে  ২৫৬ কর্মকর্তার  পদোন্নতি

আসন্ন একাদশ সংসদ নির্বাচনের আগ মুহূর্তে জনপ্রশাসনের জ্যেষ্ঠ সহকারী সচিব ও সমমর্যাদার আরও ২৫৬ কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল বুধবার মধ্যরাতে এ আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, উপসচিবের স্থায়ী পদ আছে সাড়ে আটশর মত। এই পদে নতুন করে পদোন্নতি দেওয়ার বর্তমানে উপসচিবের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৮৫৯ জনে।

এর আগে গত ২০ ফেব্রুয়া‌রি ৪২৪ জন কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এ ছাড়াও ২৯ অগাস্ট ১৫৪ জনকে অতিরিক্ত সচিব এবং ২০ সেপ্টেম্বর ১৫৪ জনকে যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি দেয় সরকার।