banner

শেষ আপডেট ২৬ অগাস্ট ২০১৯,  ১০:৪৮  ||   সোমবার, ২৬ই আগষ্ট ২০১৯ ইং, ১১ ভাদ্র ১৪২৬

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৯, বাংলাদেশি তিনজন

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৯, বাংলাদেশি তিনজন

২১ অক্টোবর ২০১৮ | ২০:২৯ |    নিজস্ব প্রতিবেদক
  • মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৯, বাংলাদেশি তিনজন

মালয়েশিয়ায় ভূমিধসের ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছে।  পেনাং রাজ্যের ওই ভূমি ধসে নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশিও রয়েছে। জানা গেছে, মাটির নীচে চাপা পড়ে আছে আরো অন্তত ১০ জন।

গত শুক্রবার দেশটির পেনাং রাজ্যের জালান বেরকামবার পায়া টেরাবোং রিলাউর কাছে দুর্ঘটনাটি ঘটেছে। মালয়েশিয়ার উত্তর-পূর্ব জেলা পুলিশ সহকারী কমিশনার চে জামান জানান, প্রবল বৃষ্টিপাতের কারণে টুইন হিলস এক্সপ্রেসওয়ে নামে একটি প্রকল্পের সাইটে এই ভূমিধসের ঘটনা ঘটেছে।

নিহত তিন বাংলাদেশি হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের উজ্জ্বল হোসেন (৩০), একই উপজেলার পানিসারা ইউনিয়নের রাহাতজান আলী (২৫) এবং ঝিকরগাছা সদর ইউনিয়নের আখতারুজ্জামান (৩৫)। জানা গেছে, তারা পরস্পরের আত্মীয়।

নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।