banner

শেষ আপডেট ১৭ ফেব্রুয়ারী ২০১৯,  ২২:৪৭  ||   সোমবার, ১৮ই ফেব্রুয়ারী ২০১৯ ইং, ৬ ফাল্গুন ১৪২৫

চান্দগাঁও থেকে ইয়াবাসহ আটক ৩

চান্দগাঁও থেকে ইয়াবাসহ আটক ৩

১৬ অক্টোবর ২০১৮ | ২২:২৪ |    নিজস্ব প্রতিবেদক
  • চান্দগাঁও থেকে  ইয়াবাসহ আটক ৩

প্রেস বিজ্ঞপ্তিঃ নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ৫,৬২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।
র‌্যাব -৭, গোপন সংবাদের মাধ্যমে নগরীর চান্দগাঁও থানাধীন লক্ষী মাঝির লেনের বাইপাস ব্যাংক কলোনী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার ১৬ অক্টোবর র‌্যাবের একটি  দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আসামী মোঃ আলম (৩০) মিসেস সুফাইরা (২৮), মোঃ ইয়াসিন (১৬), ’কে আটক করে। এ সময় আসামী মোসাঃ আরিফা (৩৮), সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেহ তল্লাশি করে ৫,৬২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ২৮ লক্ষ ১০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।