banner

শেষ আপডেট ২২ মে ২০১৯,  ১০:৩০  ||   বুধবার, ২২ই মে ২০১৯ ইং, ৮ জ্যৈষ্ঠ ১৪২৬

ভালো ফল অর্জনের ক্ষেত্রে নিয়মিত অধ্যয়নের বিকল্প নেই -নুরুল আবছার চৌধুরী

ভালো ফল অর্জনের ক্ষেত্রে নিয়মিত অধ্যয়নের বিকল্প নেই -নুরুল আবছার চৌধুরী

১৫ অক্টোবর ২০১৮ | ২১:৪১ |    নিজস্ব প্রতিবেদক
  • ভালো ফল অর্জনের ক্ষেত্রে নিয়মিত অধ্যয়নের বিকল্প নেই -নুরুল আবছার চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তিঃ সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে ১৩ অক্টোবর শনিবার এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোহাম্মদ তফাজ্জল হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কলেজ গভর্নিং বডির সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী বলেন, ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে নিয়মিত অধ্যয়নের বিকল্প নেই। অভিভাবকদের উচিৎ মেয়েদের খোঁজ খবর রাখা। নিয়মিত কলেজে এলে প্রাইভেট পড়ার দরকার হবে না। সামনের বছর কলেজের সন্তোষজনক ফলাফল চাই। এবছর ডিগ্রি ক্লাসে ফ্রিতে ভর্তি করা হবে। অধ্যাপক রুহুল কাদেরের সঞ্চালিত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন গভর্নিং বডির সদস্যবৃন্দ যথাক্রমে মোহাম্মদ ইছহাক, জাফর উল্লাহ চৌধুরী, আব্দুল মান্নান, মোহাম্মদ ইদ্রিস মিয়া, আবুল কাসেম চৌধুরী। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন অধ্যাপক মুহাম্মদ জয়নাল আবেদীন, অধ্যাপিকা আয়েশা জোবাইরা, অধ্যাপক তামজিদুল ইসলাম। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন স্বপন চক্রবর্তী, এম.ছিদ্দিক, আব্দুল ছোবাহান। ছাত্রীদের পক্ষে বক্তব্য দেন, নাফিজা ইসলাম রোয়াইদা, নুসাইবা তারান্নুম। অনুষ্ঠানে কলেজে ডিজিটাল অ্যাটেন্ডেন্সেরও শুভ সূচনা করা হয়। এটি ডেভেলপ করেন আই.সি. টি প্রভাষক মিজানুর রহমান।