banner

শেষ আপডেট ২ জুন ২০২০,  ১৭:২৩  ||   মঙ্গলবার, ২ই জুন ২০২০ ইং, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭

কাল মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী ত্রিবার্ষিক কাউন্সিল

কাল মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী ত্রিবার্ষিক কাউন্সিল

১১ অক্টোবর ২০১৮ | ২১:৪৮ |    নিজস্ব প্রতিবেদক
  • কাল মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী  ত্রিবার্ষিক কাউন্সিল

প্রেস বিজ্ঞপ্তিঃ আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া)’র ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (১২ অক্টোবর)।  সকাল ৯টায় থেকে মাইজভাণ্ডার শাহী ময়দানে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে।

কাউন্সিলে সভাপতিত্ব করবেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম হযরত মওলানা শাহ্ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)।

কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী সংসদ, সকল জেলা কার্যকরী সংসদ, মহানগর কার্যকরী সংসদ, উপজেলা কার্যকরী সংসদ, থানা কার্যকরী সংসদের সকল কর্মকর্তা, শাখা দায়রা কার্যকরী সংসদ ও খেদমত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, মাইজভাণ্ডারী ফাউন্ডেশন, মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ, গাউছিয়া আহমদিয়া এমদাদীয়া ওলামা কমিটি, মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া সাহিত্য ও  সাংস্কৃতিক কমিটি, মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া প্রচার কমিটি, গাউছুল আজম মাইজভাণ্ডারী রিসার্স ইনস্টিটিউটের সকল কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সহ-সভাপতি নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)।