banner

শেষ আপডেট ২৬ জুন ২০১৯,  ১১:৫৭  ||   বুধবার, ২৬ই জুন ২০১৯ ইং, ১২ আষাঢ় ১৪২৬

দুই লাখ ৮২ হাজারের বেশি ওমরাহ ভিসার আবেদন পড়েছে

দুই লাখ ৮২ হাজারের বেশি ওমরাহ ভিসার আবেদন পড়েছে

৬ অক্টোবর ২০১৮ | ২২:৪৪ |    নিজস্ব প্রতিবেদক
  • দুই লাখ ৮২ হাজারের বেশি ওমরাহ ভিসার আবেদন পড়েছে

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় গত বৃহস্পতিবার পর্যন্ত দুই লাখ ৮২ হাজার একশ ২৪ জনের ওমরাহ ভিসা ইস্যু করেছে।  মন্ত্রণালয়ের সাপ্তাহিক বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এ তথ্যে উঠে এসেছে, সৌদিতে ওমরাহ পালনের জন্য আকাশ পথ, স্থলপথ এবং সমুদ্রপথে বিশাল সংখ্যক মানুষের আগমণ ঘটছে। মক্কা এবং মদীনায় কী পরিমাণ মানুষের সমাগম ঘটছে সেটাও উঠে এসেছে।

গত বৃহস্পতিবার পর্যন্ত ৯৬ হাজার ৩৮ জন সৌদি আরবে পৌঁছেছেন। জানা গেছে, ৬৫ হাজার নয়শ ৬৭ জন মক্কায় এবং মদীনায় রয়েছেন ২১ হাজার দুইশ ৬৫ জন।ইতোমধ্যেই ওমরাহ পালন শেষে আট হাজার আটশ ছয়জন ওমরাহ পালন শেষে সৌদি আরব ছেড়ে চলে গেছেন।