banner

শেষ আপডেট ১৫ জুন ২০১৯,  ১৯:২৩  ||   সোমবার, ১৭ই জুন ২০১৯ ইং, ৩ আষাঢ় ১৪২৬

সিএমপি স্কুল’র কৃতি কারাতেকাদের পাশে কমিশনার

সিএমপি স্কুল’র কৃতি কারাতেকাদের পাশে কমিশনার

৬ অক্টোবর ২০১৮ | ২০:৫৩ |    নিজস্ব প্রতিবেদক
  • সিএমপি স্কুল’র কৃতি কারাতেকাদের পাশে কমিশনার

প্রেস বিজ্ঞপ্তিঃ  গত ২৮ সেপ্টেম্বর সম্পন্ন প্রদীপ স্মৃতি কারাতে প্রতিযোগিতায় সফলতা অর্জন ও কারাতের ক্লাস গ্রেড পরীক্ষায় উর্ত্তীণ সিএমপি স্কুলের কৃতি কারাতেকাদের অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার ও সিএমপি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ মাহাবুবর রহমান, পিপিএম। গত ৪ অক্টোবর বিদ্যালয়ের কারাতে দল সিএমপি কমিশনারের সাথে পদক ও সনদ নিয়ে দেখা করতে গেলে তিনি বিদ্যালয়ের কারাতে দলের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং পড়ালেখার পাশাপাশি ক্রীড়ার মাধ্যমে বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে ধারাবাহিক প্রশিক্ষনের উপর গুরুত্বারোপ করেন।

এ সময় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মাসুদ-উল-হাসান, উপ-পুলিশ কমিশনার (সদর)  শ্যামল কুমার নাথ, ও সিএমপি স্কুল এর প্রধান কারাতে কোচ সেনসাই কাউসার আহমেদ ও বাংলাদেশ কারাতে ফেডারেশনে বাংলাদেশ পুলিশের প্রতিনিধি ও বর্তমান বাংলাদেশের একমাত্র এশিয়ান কারাতে ফেডারেশনের মহিলা জাজ এএসআই মোছাঃ লতা পারভীন উপস্থিত ছিলেন।

সিএমপি স্কুলের কৃতি কারাতেকারা হলো, মাইসা বিনতে সারওয়ার, নুসাইফা ইসলাম, রুমি ইসলাম, হালিমা আক্তার পুন্নি, অর্গ বিশ্বাস,আব্দুললাহ আল জাঈফ, তানভীর হোসেন, আজমল হোসাইন, সাফরিনা হাসান সারিন, সিদরাতুল মুনতাহা, সানবিদা ইয়াসমিন, মোসতাকিম হোসাইন, নাজমুল হোসাইন, নাহিদা আক্তার মিম, অর্ক দে, সুমাইয়া সুলতানা, ফারজানা আক্তার মীম, আব্দুল্লাহ নাসের সানী।