banner

শেষ আপডেট ২৩ এপ্রিল ২০২০,  ১৪:০৬  ||   রবিবার, ৩১ই মে ২০২০ ইং, ১৭ জ্যৈষ্ঠ ১৪২৭

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

১৭ অগাস্ট ২০১৮ | ১৫:৩৮ |    নিজস্ব প্রতিবেদক
  • জেদ্দায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

সৌদি আরবের জেদ্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। ইন্নাহ লিল্লাহে ওয়া ইন্নাহ ইলাইহে রাজেউন।
জানা গেছে পরিবারের ৬ জন সদস্যকে নিয়ে তায়েফ যাওয়ার পথে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা এবং তিন মেয়ে সহ ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৪ জন।
মা এবং ছেলে গুরুতর আহত অবস্থায় King Abdulaziz Hospital এর ICU তে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। নিহত পরিবার প্রধানের নাম – মশিউর রহমান সেলিম (৪৭) পিতাঃ মৃত অহিদের রহমান , গ্রামঃ সাঈদ ভাঙ্গা থানাঃ সন্ধীপ , জেলা – চট্রগ্রাম ।

নিহতরা ৪ জন হলেন ( ১) মশিউর রহমান সেলিম (২) সায়মা (৩) সিনথিয়া (৪) সাবিহা।