banner

শেষ আপডেট ১০ ডিসেম্বর ২০১৮,  ২১:৩৪  ||   মঙ্গলবার, ১১ই ডিসেম্বর ২০১৮ ইং, ২৭ অগ্রহায়ণ ১৪২৫

আগামীকাল উপন্যাসিক দুলাল মল্লিকের মায়ের শ্রাদ্ধানুষ্ঠান

আগামীকাল উপন্যাসিক দুলাল মল্লিকের মায়ের শ্রাদ্ধানুষ্ঠান

৮ অগাস্ট ২০১৮ | ২০:২৬ |    নিজস্ব প্রতিবেদক
  • আগামীকাল উপন্যাসিক দুলাল মল্লিকের মায়ের শ্রাদ্ধানুষ্ঠান

 

প্রেস বিজ্ঞপ্তি : নগরীর আন্দরকিল্লাস্থ বই মহলের সত্ত্বাধিকারী উপন্যাসিক দুলাল মল্লিকের মাতা লুলিবালা মল্লিকের শ্রাদ্ধানুষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। পটিয়ার ৪ নং কোলাগাঁও ইউনিয়নের চাপড়া নিজ গ্রামে সকাল ৯টায় শ্রাদ্ধারম্ভ, ১০টায় শ্রীশ্রী গীতা পাঠ ও কীর্ত্তন এবং দুপুরে শাকান্ন ভোজে সকলকে অংশগ্রহন করে স্বর্গীয়ার বিদেহী আত্মার সদগতি কামনার্থে পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে সবিনয় অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, লুলিবালা মল্লিক বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ২৫ জুলাই বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।