banner

শেষ আপডেট ২০ মার্চ ২০১৯,  ২২:২৫  ||   বৃহষ্পতিবার, ২১ই মার্চ ২০১৯ ইং, ৭ চৈত্র ১৪২৫

পাকিস্তানে প্রবল বর্ষণে নিহত ১৪

পাকিস্তানে প্রবল বর্ষণে নিহত ১৪

৫ জুলাই ২০১৮ | ২৩:৫৬ |    নিজস্ব প্রতিবেদক
  • পাকিস্তানে প্রবল বর্ষণে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পূর্ব পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারি বর্ষণে ১৪ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বুধবার এক বার্তায় জানায়। খবর সিনহুয়া’র।

এনডিএমএ জানায়, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দেশটিতে ব্যাপক বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতে পাঞ্জাবের অবস্থা সবচেয়ে খারাপ। এখানে ১২ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন এবং স্রোতে একটি বাড়ি ভেসে গেছে।

এদিকে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুই দিনের প্রবল বর্ষণে দুই জন নিহত ও দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সরকারি তথ্য অনুযায়ী, ভারী বর্ষণে বাড়ির ছাদ ধসে পড়া এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে বেশিভাগ হতাহতের ঘটনা ঘটেছে।

সরকারি তথ্যে জানানো হয়, পাকিস্তানে ভারী বর্ষণে ১৪ জন নিহত হয়েছেন, তবে স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়- অতি বর্ষণে শুধুমাত্র পাঞ্জাব প্রদেশেই নিহতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে।

এনডিএমএ আরও জানায়, পাঞ্জাব প্রদেশের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসকল অঞ্চলে জলাবদ্ধতা নিরসনে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কাজ করছে।