banner

শেষ আপডেট ২০ অগাস্ট ২০১৯,  ২১:৩৬  ||   বুধবার, ২১ই আগষ্ট ২০১৯ ইং, ৬ ভাদ্র ১৪২৬

জেদ্দাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশী নিহত

জেদ্দাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশী নিহত

৪ জুলাই ২০১৮ | ২১:০৫ |    নিজস্ব প্রতিবেদক
  • জেদ্দাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশী নিহত

প্রবাসী ডেস্ক : আজ বুধবার সকাল ৭টার দিকে নিহতরা একটি মিনিবাসে করে ডিউটিতে যাচ্ছিলেন। এ সময় বাসটির চাকা বিস্ফোরিত হয়ে পাশে ছিটকে পড়লে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে হতাহতের ঘটনা ঘটে।
বাসটিতে ১৮ জন কর্মী ছিল বলে জানা গেছে। এর মধ্যে ১১ জন মারা গেছে,৬ জন আইসিইউ তে এবং ১ জন সুস্থ রয়েছে। সবার পরিচয় পাওয়া যায়নি । তবে যাদের পাওয়া গেছে তারা হলেন, লোহাগাড়া উপজেলার আউডিয়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের ইসরাফিল শেখ, লোহাগাড়া উপজেলার লাহুরিয়া গ্রামের সৈয়দ হোসেন, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পলাশ বাড়িয়া ইউনিয়নের দেওলি গ্রামের মোহাম্মদ শাহ আলম।