banner

শেষ আপডেট ২০ মার্চ ২০১৯,  ২২:২৫  ||   বৃহষ্পতিবার, ২১ই মার্চ ২০১৯ ইং, ৭ চৈত্র ১৪২৫

জাহ্নবীর ‘ধড়ক': ট্রেইলার মুক্তিতে পাশে গোটা কাপুর খানদান

জাহ্নবীর ‘ধড়ক': ট্রেইলার মুক্তিতে পাশে গোটা কাপুর খানদান

১২ জুন ২০১৮ | ২২:৫৭ |    নিজস্ব প্রতিবেদক
  • জাহ্নবীর ‘ধড়ক': ট্রেইলার মুক্তিতে পাশে গোটা কাপুর খানদান

বিনোদন ডেস্ক : এই ছবিটির জন্যে অপেক্ষা করছিলেন অনেকে- ‘ধড়ক’। এই ছবি রূপালি পর্দায় পরিচয় ঘটাবে প্রয়াত শ্রীবেদীর মেয়ে জাহ্নবী কাপুরকে। এ ছবির বহু প্রতীক্ষিত ট্রেইলার অবশেষে মুক্তি পেলো। এতে আরো অভিনয় করেছেন ইশান খাত্তার। সম্প্রতি এই নবাগত নায়কের অভিষেক ঘটেছে ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ছবির মাধ্যমে।

সুপারহিট মারাঠি মুভি ‘সাইরাত’ এর হিন্দি রিমেক এটি। মেয়ের অভিষেক দেখতে পারলেন না মা। আবার মা হারানো জাহ্নবীর কষ্টটা থেকেই গেলো। তবে অন্যদের পেয়েছেন তিনি। গোটা কাপুর খানদান চলে এসেছেন জাহ্নবীকে সিনেমা জগতে বরণ করে নিতে। এসেছিলেন অনীল কাপুর, সঞ্জয় কাপুর,  মাহিপ কাপুর এবং জাহ্নবীর কাজিন শানিয়া, জাহান এবং হর্ষবর্ধণ কাপুর।

স্বাভাবিকভাবেই বেশ ভীত ছিলেন জাহ্নবী। কিন্তু বড় ভাই অর্জুন কাপুর তো বলিউড তারকা। তিনি সোশাল মিডিয়ায় কিছু কথা লিখে বেশ সাহস যুগিয়েছেন বোনকে। এই বিশেষ দিনে বোনের পাশে না থাকতে পেরে প্রথমেই অর্জুন ক্ষমা চেয়ে নিয়েছেন। কিন্তু দারুণ শব্দ চয়ন ও বাক্য গঠনের মাধ্যমে বোনকে সাধুবাদ জানিয়েছেন।

ট্রেইলার প্রকাশের পর বড় বোন আনশুলা কাপুর লিখেছেন, আমার কিউটির ট্রেইলার গোটা বিশ্ব দেখবে। আমি গর্বিত এবং উত্তেজিত।