banner

শেষ আপডেট ২০ অগাস্ট ২০১৮,  ২১:৫৩  ||   মঙ্গলবার, ২১ই আগষ্ট ২০১৮ ইং, ৬ ভাদ্র ১৪২৫

শেষ পর্যন্ত আফগানদের কাছে হোয়াইটওয়াশই হল টাইগাররা

শেষ পর্যন্ত আফগানদের কাছে হোয়াইটওয়াশই হল টাইগাররা

৮ জুন ২০১৮ | ২২:১৬ |    নিজস্ব প্রতিবেদক
  • শেষ পর্যন্ত আফগানদের কাছে হোয়াইটওয়াশই হল টাইগাররা

মুশফিকুর রহীম আশা জাগিয়েছিলেন। ১৯তম ওভারে কমির জানাতকে পরপর ৫টি চার মেরে বাংলাদেশকে জয়ের সম্ভাবনা দেখাচ্ছিলেন তিনি। কিন্তু পরের ওভারে রশিদ খান এসে সেই সম্ভাবনায় পানি ঢেলে দিলেন। প্রথম ওভারেই ফিরিয়ে দিলেন মুশফিককে। আর তাতেই হাত ফস্কে যায় ম্যাচটি।

শেষ দিকের টানটান উত্তেজনায় বাংলাদেশ হেরে যায় ১ রানে। ফলে হোয়াইটওয়াশের লজ্জা নিয়েই দেরাদুনের দুঃস্বপ্ন শেষ করল টাইগাররা।