banner

শেষ আপডেট ২৩ জানুয়ারী ২০১৯,  ২২:৩৩  ||   বুধবার, ২৩ই জানুয়ারী ২০১৯ ইং, ১০ মাঘ ১৪২৫

টেকনাফ থেকে দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ১

টেকনাফ থেকে দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ১

১৬ মে ২০১৮ | ২১:১৫ |    নিজস্ব প্রতিবেদক
  • টেকনাফ থেকে দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ১

প্রেস বিজ্ঞপ্তি :  কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।
র‌্যাব-৭,গোপন সংবাদের মাধ্যমে  কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভা কে কে পাড়াস্থ শ্যামলী কাউন্টার এর সামনে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আজ  ১৬ মে স্কোয়াডন লিডার মোঃ রেজাউল হক এর নেতৃত্বে র‌্যাব-৭ এর একটি  দল বর্নিত স্থানে অভিযান  করে ইয়াবা ক্রয়-বিক্রয় কালে আসামী সৈয়দ আলম (২৭), ’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৩০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (সংশোধনী/২০০৪) এর ১৯(১) টেবিলের ৯(খ) ধারা মোতাবেক কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।