banner

শেষ আপডেট ২৩ জানুয়ারী ২০১৯,  ১১:৩১  ||   বুধবার, ২৩ই জানুয়ারী ২০১৯ ইং, ১০ মাঘ ১৪২৫

বাংলাদেশের সফর বাতিল করল অস্ট্রেলিয়া

বাংলাদেশের সফর বাতিল করল অস্ট্রেলিয়া

৯ মে ২০১৮ | ২২:৪৫ |    নিজস্ব প্রতিবেদক
  • বাংলাদেশের সফর বাতিল করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী এবছরের শেষ দিকে ২ টেস্ট ও ৩ ওয়ানডের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এটি বাতিল করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তারা জানিয়েছে ওই সফরটি অর্থনৈতিকভাবে সফল হত না। কারণ সে সময় দেশটিতে ফুটবলের মৌসুম চলবে। আর অস্ট্রেলিয়ান সম্প্রচারকরা ফুটবল মৌসুমের মাঝে এই সিরিজ সম্প্রচারে আগ্রহী নয়।

বিশ্ব ক্রিকেটে শক্তিমত্তায় একটু পিছিয়ে থাকা দেশগুলোর ক্ষেত্রে এমন সিরিজ বাতিল বা সিরিজ আয়োজন না করার আরো উদাহরণ রয়েছে। এবছরের আগস্ট-সেপ্টেম্বর মাসের দিকে বাংলাদেশের এই সফরে যাওয়ার কথা ছিল। উল্লেখ্য, এটি হত ২০০৩ সালের পর প্রথমবারের মত টাইগারদের অস্ট্রেলিয়া সফর।

তবে পরবর্তীতে সিরিজটি আয়োজনের উপায় নিয়ে আলোচনা করেছে দুই দেশের বোর্ড। যার মধ্যে একটি হচ্ছে ২০১৯ সালের বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন তাদের পক্ষ থেকে সিএ’কে কিছু বিকল্প দেওয়া হয়েছে, ‘আমরা কিছু উপায় প্রস্তাব করেছি। এখন তাদের উত্তরের অপেক্ষায় আছি।’

সিএ’র প্রধান নির্বাহী জেমস সাডারল্যান্ডের মতে শুধুমাত্র সময়ের অসামঞ্জস্যতার কারণেই সফরটি বাতিল করা হচ্ছে। তাছাড়া তারা ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ছাড়া বাকি দলগুলোর সাথে নিয়মিত খেলে না। এটাও এখানে প্রভাবক হিসেবে কাজ করেছে। তবে এই কর্মকর্তা মনে করেন ২০১৯ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর এই সমস্যা অনেকটাই দূর হবে, ‘যদি আমরা ড্র’তে (বাংলাদেশের বিপক্ষে) পড়ি এবং এটি ঘরের মাঠে খেলত হয় তাহলে আমাদের তাই খেলতে হবে এবং জেতার চেষ্টা করতে হবে।’
সূত্র : ক্রিকইনফো।