banner

শেষ আপডেট ২০ অগাস্ট ২০১৮,  ২১:৫৩  ||   মঙ্গলবার, ২১ই আগষ্ট ২০১৮ ইং, ৬ ভাদ্র ১৪২৫

চকরিয়ায় নিষিদ্ধ জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

চকরিয়ায় নিষিদ্ধ জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

১৭ জানুয়ারী ২০১৮ | ২২:১৬ |    নিজস্ব প্রতিবেদক
  • চকরিয়ায় নিষিদ্ধ জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

চকরিয়া প্রতিনিধি: বদরখালী-মহেশখালী নৌ-চ্যানেলে ৩ ঘন্টাব্যাপী অভিযান চালিয়েছে নৌ পুলিশ ফাঁড়ির একদল ফোর্স। গত বুধবার দুপুর ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র মৎস্য কর্মকর্তার নেতৃত্বে অভিযানকালে নৌ-চ্যানেলে মাছ ধরতে বসানো নিষিদ্ধ ৪হাজার ৮শ মিটার চরঘেরা জাল জব্দ করে।
বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.পায়েল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সাইফুল ইসলামের নেতৃত্বে ফাঁড়ির একদল পুলিশ ফোর্স নিয়ে টানা ৩ ঘন্টা অভিযান চালিয়ে চার হাজার আটশত মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। পরে বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ওইসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।