banner

শেষ আপডেট ১ জুন ২০২০,  ২১:৫১  ||   সোমবার, ১ জুন ২০২০ ইং, ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭

অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ

অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ

৪ জানুয়ারী ২০১৮ | ১৬:৫৫ |    নিজস্ব প্রতিবেদক
  • অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ

আবহাওয়া ডেস্ক :  মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে শ্রীমঙ্গল অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে। শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি আশেপাশের এলাকায় তা বিস্তার লাভ করতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া এরকম হতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার কথাও জানানো হয়েছে। তবে প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।
এছাড়া সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে দেশের কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত।
উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।