banner

শেষ আপডেট ১৮ জানুয়ারী ২০১৮,  ১৪:০২  ||   বৃহষ্পতিবার, ১৮ই জানুয়ারী ২০১৮ ইং, ৫ মাঘ ১৪২৪

শাহ আমানত সেতুর দক্ষিণ পাড় থেকে ১০ হাজার ইয়াবাসহ ট্রাক চালক গ্রেফতার

শাহ আমানত সেতুর দক্ষিণ পাড় থেকে ১০ হাজার ইয়াবাসহ ট্রাক চালক গ্রেফতার

২ জুলাই ২০১৭ | ১৯:১৩ |    নিজস্ব প্রতিবেদক
  • শাহ আমানত সেতুর দক্ষিণ পাড় থেকে ১০ হাজার ইয়াবাসহ  ট্রাক চালক গ্রেফতার

ক্রাইম প্রতিবেদক : নগরী থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক ট্রাক চালককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ওই চালকের নাম হল  নেজাম উদ্দিন (৩১)। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বাকলিয়া থানার আমানত সেতুর দক্ষিণ পাড় থেকে গ্রেফতার করা হয়েছে।  নেজাম কক্সবাজারের চকরিয়া উপজেলা খুটাখালি উত্তরপাড়ার নুর আহম্মদের ছেলে।  নেজামের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, নেজাম কক্সবাজার থেকে চট্ট্রগ্রাম নগরী ও আশপাশের এলাকায় নিয়মিত ট্রাকে করে পণ্য আনা-নেওয়া করেন আসার পথে টেকনাফ থেকে ইয়াবা কিনে সেগুলো পণ্যের ফাঁকে গুঁজে নগরীতে এসে বিক্রি করেন।  নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন বলেন, নেজাম ট্রাক (রেজি নং-চট্ট-মেট্রো-ন-১১-৫৬৭২) চালায়।  আড়ালে ইয়াবার ব্যবসা করে। টেকনাফ থেকে প্রতি পিস সর্বোচ্চ আড়াইশ থেকে তিনশ টাকায় কিনে চট্টগ্রামে এসে চারশ কিংবা পাঁচশ টাকায় বিক্রি করে।  আবার ঢাকার পার্টির কাছেও সে ইয়াবা সরবরাহ করে।

 

Leave a Reply