banner

শেষ আপডেট ১৪ নভেম্বর ২০১৮,  ১১:৩৩  ||   বুধবার, ১৪ই নভেম্বর ২০১৮ ইং, ৩০ কার্তিক ১৪২৫

বিয়েতে নিমন্ত্রিত ৭০০; সবাই চার পা ওয়ালা!

বিয়েতে নিমন্ত্রিত ৭০০; সবাই চার পা ওয়ালা!

২৩ মে ২০১৬ | ১৯:২৪ |    নিজস্ব প্রতিবেদক
  • বিয়েতে নিমন্ত্রিত ৭০০; সবাই চার পা ওয়ালা!

বিয়েবাড়ি। সাজোসাজো রব। আলো ঝলমল চারপাশ। মখমলের মতো সবুজ গালিচার মতো ঘাসের বাগান। এই মোহময়ী পরিবেশেই একে অপরকে আংটি পরিয়ে আপন করে নেওয়া। শুভ পরিণয় অনুষ্ঠান দেখতে অন্যদের সঙ্গে হাজির হয়েছিল যারা, তারা সবাই চারপা ওয়ালা।

একটা দুটো নয়, ৭০০ বেড়ালের সামনে ক্যাট হাউজ অন দ্য কিংস-এ বিয়ে করলেন লুই ভেরোনে এবং ডমিনিক হিউসন। হঠাৎ এমন অভূতপূর্ব বিয়ের কারণ কী ? ভেরোনে জানিয়েছেন, আমরা পশুপ্রেমী। তাই চেয়েছিলাম, এমনভাবে বিয়ে করতে যাতে সেখানে প্রাধান্য পায় পশুরাই। আর আমাদের বিয়ে দেখে যদি বিশ্বের পশুপ্রেমী মানুষ খুশি হন, তাহলে আগামীদিনে তাঁরাও এগিয়ে আসবেন।

ক্যাট হাউজ অন দ্য কিংস ক্যালিফর্নিয়ার সবচেয়ে বড় অভয়ারণ্য। এখানে বেড়ালরা ঘুরে বেড়ায় খোলা পরিবেশে। এখানে নেই কোনও খাঁচা, নেই অত্যাচার। আছে শুধু মুক্ত বাতাস আর যত্ন। ১২ একর জমির উপর গড়ে ওঠা এই অভয়ারণ্যের প্রতিষ্ঠাতা লিনা লাত্তানজ়িও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, লুই ও ডমিনিকের মতো আরও অনেকে আগামীদিনে এগিয়ে আসলে তিনি খুবই আনন্দিত হবেন।